কখনো কখনো এমনটাই যেনো ভীষণ লাগে,
খাপ ছাড়া কলমটা গড়িয়ে পরে টেবিলের নিচে
এত্তুটুকু আকাঙ্ক্ষা জাগেনা খুঁজে ফিরি
সাজিয়ে রাখি তার আপন ঠিকানায়।


ইচ্ছে করে না সাদা কাগজের সাথে তার অবুঝ সখ্যতায় ফিরে পাক কবিতার বাহারি রং...


যে টুকরো টুকরো আবেগ অনুভূতিগুলো
শিউলীর মতো আছড়ে পড়ে শীতের সকালে
মাটির স্তুপে মিশে যাক তা তার আপন গতিতে...


আমি দূরে বসে দেখি নীরব সচ্ছ জলে ছোট্ট
চড়ুইয়ের রৌদ্র স্নানের  নিরুপম দৃশ্য....