প্রত্যহ কবির নিত্য নতুন কাব্য
   পাঠে হৃদয় মন হয় তৃপ্ত,
      মনোমুগ্ধ মন্তব্য পাঠে
        হই উৎসাহিত।
    অবাক হই মনে মনে,
   তাকিয়ে থাকি আনমনে।
       ভাবি শুধু তাই সবি..
  এই বুঝি হয়ে গেছি কবি
  এত মধুরতা এত মাদকতা
    হইনি কখনো অনুভবে
   কেবলই ভাবায় মনে
     কাব্যরস আস্বাদনে;
    ভাবনায় রচি আশ্চর্য
           সব কাব্য।
ভোরের আকাশে তাকিয়ে দেখি
নবীন আলোকিত সোনালী সূর্য।
      কবিতা আমায় দেয়
       আত্মার অনুভূতি,
     এক অপূর্ব রসালো
        রসাত্মক প্রীতি।
জগৎ জুড়ে যত রথী মহারথী
  করেছে মহৎ কার্য সাধন
       তার চেয়ে বেশী
      তার চেয়ে ব্যাপক
       বুঝি কবি খ্যাতি?
        ভাবনা একটাই
    আমি কি হয়েছি কবি?