কবির পিঠে যারা ছুঁয়েছে লাঠি
ফেলে দাও তাদের দাঁতের পাটি।
ধ্বংস হোক তাদের নোংরা মানসিকতা
আসুক মানব মনে ভালোবাসা ও সমতা।


যাদের আঘাতে রক্ত ক্ষত কবি মন
উৎখাত হোক তাদেরও জীবন।


একজন কবি লেখকের মন
সহজ সরল প্রকৃতির মতোই
সবুজ প্রাণবন্ত সুন্দর সচ্ছল।


তাদের সাথে সম্মানপূর্বক ব্যবহারই যথেষ্ট।
যারা তাদের আঘাত করে তারা নিঃস্ব তারা
আত্মায় হত দরিদ্র। তারা সত্য ও সৌন্দর্য বিরোধী।


ওরা মাতাল ওরা লোভী। ওরাই মন্দতার দুর্গ গড়ে দিকে দিকে। ঐ অশুভ বর্বর মানব মনের বিবেকের নিন্দা জানাই।