আজ কলমটা বার বার মুখ ফিরিয়ে নিচ্ছে আমার কাছ থেকে,
            আদম্য ভাবনা গুলোর বেপরোয়া ঘুর্ণিপাক
            চিন্ত মন বড়ই অবহেলীত।
      বিদ‌্যুৎটাও কেন জানি ধোঁকা
      দিয়ে যায় সময়ের সাথে।
                   চারপাশে বিভৎস মশার উৎপাত
                   ভয়ঙ্কর প্রজন্মের ঘন বিস্তার।
    চারিদিকের এরূপ বৈরি বিরোপতা মেনে নিতে পারলেও;
    কিছুতেই কাব্য মনকে থামাতে পারছি না।
                  কবিতারা কি এমনই হয়?
                  আবদ্ধ মনের কোঠরে বিদ্রোহের
                  প্রবল তান্ডব লীলার উদ্ভাস।