পেন্সিলের আলতো ছোঁয়ায় হয়তো এঁকে ছিলে আমার বাহ্যিক অবয়ব, কালো কালির অজস্র ছোঁয়ায় এঁকেছো আমার সমুদ্র গর্ভ কাজল চোখের নিখুঁত কারুকাজ, এঁকেছো আমার রৌদ্র ঝলমলে  চুলের অবিনাশী ঢেউ  ছুঁয়ে থাকা নীরব দক্ষিনা বাতাস। তৃষ্ণার্ত ঠোঁটের ভাঁজগুলো আঁকতেও ভুল করোনি। কিন্তু আঁকতে পারোনি তোমার হৃদয়ের আরশীতে আমার গোপন মনের অন্তর আত্মার সবটুকু অনুভূতি...আঁকতে পারোনি কল্পনায় তোমাকে ছুঁয়ে থাকা অভিলাসী আনন্দ, আমার হৃদস্পন্দন...


হে আমার গোপন মনের প্রেম আমার সুখ সৌন্দর্যৈর আলো বিভূষিত হও ধরায় তোমার শৈল্পিক গুণে....