একবারও কি ভেবে দেখেছ
  কেন পুড়ে পুড়ে হই ছাই
তোমার অর্নিবাণ শিখায়?


দিবস রজনী তোমার প্রলাপ বচনে
     নিরন্ন মন হয় উৎখাত
ছুটে চলে প্রবল প্রবাহ বানে।


তপষ্য হৃদয়ে হাহাকার নামে
বিনিদ্রতায় বার বার উসকায়
  ভাবনারা থাকে উৎকণ্ঠায়।


   ভেবে কি দেখেছ কখনো
জ্বলন্ত শিখা আর কত বার জ্বলে
     ঐ দমদমে অনলে?


     নিষ্ঠুর নিয়তি ভালে
  পরে থাকা অজানা গুহায়
উত্তরণের পথ পেয়েও হারাই।


   দুর্বল হৃদয় করে আর্তনাদ
ভ্রান্ত ভাবনা কেবলই আওড়াই
পাওয়ার আশায় সর্বদাই হারাই।