যদি আমাকে ভেবে তোমার কল্প মনে জমে উঠে শব্দের পাহাড়, কণ্ঠ তোরণে বেজে উঠে বিরহের গান, দূর আকাশে ধ্বনিত হয় প্রতিধ্বনি, অমাবস্যা রাতে জোৎস্না স্নাত হয় তোমার পিপাষু মন, অন্ধকার রজনী জেগে জেগে হয় ভোর,
তাহলে লিখ আমার জন্য অজস্র কবিতা আমি তোমার জন্য হব নিমগ্ন পাঠক। আমি তন্ন তন্ন করে পড়ব তোমার লেখা কবিতার প্রতিটি অক্ষর। আমি হব নিমগ্ন পাঠক...


যদি আমাকে ভেবে তোমার নিভে যাওয়া সলতে দাউ দাউ করে জ্বলে উঠে তোমার অন্ধকার ঘর হয় আলোয় ঝলমল তাহলে নির্দিধায় লিখ  অজস্র কবিতা... আমি হব নিমগ্ন পাঠক তন্ন তন্ন করে পড়ব তোমার লেখা কবিতার প্রতিটি অক্ষর।


আমাকে ভেবে যদি তোমার শুষ্ক মরুভুমে তপ্ত বালির পাহাড়ে ফুটে ফুল, ছড়ায় সুগন্ধ তাহলে লিখ অজস্র কবিতা। আমি তন্ন তন্ন করে পড়ব তোমার লেখা কবিতার প্রতিটি অক্ষর সব নিমগ্ন পাঠক।