অন্ত জ্বালা এমন জ্বালা
এটম বোমা ফাটিয়ে ফেলা,


    সুপ্ত মনে লুকিয়ে থাকা
          অগ্নুত্পাত;
   ইচ্ছে করে নিজ হাতে
     সবকিছু দেই করে
          কোপকাত ৷


      দুর্বিসহ জীবনে আমার
        অনেক কিছুই চাই
      মিথ্যা আর অন্যায্যতায়
        সব যেন বাঁধা পাই।


      শুষ্ক মরু তপ্ত বালিতে
          নগ্ন পায়ে চলা;
   বলিষ্ট কন্ঠে উচ্চারিত হউক
          যা আছে না বলা ৷


    ইচ্ছে করে অস্ত্র হাতে যুদ্ধ করে
          ছিনিয়ে আনি মান
    সত্য ন্যায়ের বিবেক জ্বালায়
   শততার পোশাক করি পরিধান ৷


     লোহার শিকলে বাঁধা পড়ে আছে
             আমার দুটি বাহু
         শত চেষ্টা করেও আমি
         পারি না কাটাতে রাহু ৷


         জীবন মানে জয় পরাজয়
           এটাই বিধির খেলা,
       অকূল সমুদ্রে উত্তাল জলে
         বুঝে শুনে নোঙ্গর ফেলা ৷


          অমানিশাময় অন্ধকারে
          জ্বালিয়ে দিতে আলো
       উদার হস্তে দিয়ে যেতে চাই
           যা কিছু আছে ভাল ৷