এমন দিনে যদি ধরনী
তোমায় করে গ্রহণ,
বরুনা আলোয় হও আলোকিত,
তরল জলের ফোয়ারা ছুঁয়ে
পাও স্নিগ্ধতা তবে তুমি স্বার্থক।


যদি সবুজের শ্যামল ডগায় শিশির বিন্দু তোমার করে আল্পুত তবেই ভেবে নিও বিধাতার অপার আনন্দ তোমাকে ঘিরেই...