কখনো কখনো নীরব মনে কিছু অপ্রত্যাশিত ভাবনার উদয় হয় ভাবি...কিছু নিঃস্বার্থ হৃদয়ের সংস্পর্শে সুন্দর একটা আগামী হোক। হোক  অনাবিল সুখ সমৃদ্ধি ভরপুর অপূর্ব সুন্দর ধরনী, রচিত হোক একটি সবুজে ঘেরা নয়নাভিরাম রূপলাবণ্যময় অসাম্প্রদায়িক বাংলার পটভূমি। অঙ্কিত হোক পৃথিবীর ভূপৃষ্ঠে একটি লাল রক্তিম আদলে সবুজ অরণ্য কিন্তু কিছু স্বার্থপর মানব আত্মার বিধংসী ভাবনায়, তাদের গোপন মনের লালিত লালসার বিকৃত স্বরূপ কুরে খায় স্বপ্নের মায়াবী রং। কিছু নির্লজ্জ দৃষ্টি উৎখাত করে সোনালী অধ্যায়। দগ্ধিত করে ক্ষত বিক্ষত করে কোমল হৃদয়....


আমি কেবলই হাঁফিয়ে উঠি দেখি দুঃস্বপ্ন, কান পেতে শুনি অন্ধকার কালো রাত্রির কর্কষ গোঙ্গারানী, মাংস খেকু হিংস্র হায়েনার ধারালো দাঁতের আঁচড়ে রক্তের কালো ছোপ। যেখানে নরম মাংসের স্বাদ আহোরনে আমুদি আয়োজন, ছড়ায় উৎকট গন্ধ। তার বিভৎসতা ছড়ায় দিকে দিকে...


প্রশ্ন মনে তাকাই হতাশায় দৃষ্টি ছুড়ে দিই দিগন্তে বলি.. হাইরে অশুদ্ধ মানব আত্মা কবে জাগ্রত হবে তোমার বিশুদ্ধ বিবেক? কবে ছড়াবে তুমি নিঃস্বার্থ আলোর বর্ণধারা?