পড়ন্ত বেলায় উদাসী মনে
তাকাই অদূর বনে,
প্রজাপতি আর মৌমাছিরা ব্যস্ত
ফুলে মধু আহরণে।


কখনো শুনি
মুগ্ধ মনে দোয়েল পাখি
বাজায় করুণ শিস,


কখনো দেখি
পতঙ্গ জ্বালায় ছুড়ছে মানুষ
প্রাণ বিনাশী বিষ।


কখনো দেখি
গাঁয়ের মাঠে ধানের শীষে
ধরেছে সোনা রং,


সেই খুশিতে কৃষাণী মনে
জাগে অজানা ঢং।


কখনো দেখি
জোয়ার এসে শুষ্ক নদীর
ভেঙ্গেছে নাকি মান,


কখনো দেখি
জোড়া শালিক নাইতে নেমে
করছে কলতান।


কখনো দেখি
দূরাকাশে পাখ পাখালী
ফিরছে তাদের নীড়ে,


কখনো দেখি
পাখিগুলি সঙ্গোবদ্ধ একাত্মতায়
উড়ছে ধীরে ধীরে।


কখনো শুনি
ভাটিয়ালী গানে সুর তুলেছে
পালতোলা নাওয়ের মাঝি,


কখনো দেখি
বিদায়ী রবি রং মেখেছে
অপরূপ রূপে সাজি।


এসব কিছু দেখতে দেখতে
ভরেছে কবির মন,
হতাশাগুলি কোথায় হারাল
খুঁজছি অনুক্ষণ।