ভর দুপুরে রান্না ঘরে
   করছে কেরে চুরি?
বিড়াল মামা গোঁফ লুকিয়ে বলল
       আই এ্যাম ছড়ি ৷


দাদির হাতে লাঠি ছিল মারল এক ঢ্যাং
বিড়াল মামা অবশেষে ভাঙ্গল তার ঠ্যাং ৷


বলল বিড়াল রেগে এবার
        বল্লাম ছড়ি
      শুনলে না বুড়ি!
বুঝবে একদিন সময় হলে...
      চোর আমি নই
এই আমি গেলাম বলে..


খুকুমনি চুপি চুপি দাড়ায় কিচেন দ্বারে;
ধরাম ধরাম শব্দ করে কি যেন কি পড়ে,


বলল খুকি খুব খুশিতে
   চোর ধরেছি এবার;
মিষ্টির হাড়ি তুমিই বুঝি
      করেছ সাবার ৷


খুকি ভাবে বিড়াল বুঝি করেছে এবারও চুরি,
বৃহত বেগে শব্দ হয়ে হুরমুরিয়ে পরল যে বুড়ি ৷


হাউ মাউ করে কেঁদে কেঁদে করোজুড়ে বলল বুড়ি,
ক্ষমা করো মিষ্টির হাড়ি আমিই করেছি চুরি ৷


চোখ রাঙ্গিয়ে সবাই যখন
দেখল বুড়ির মুভমেন্ট,
বিড়াল মামা নেচে নেচে বলে বুঝেছ বুড়ি-
মনে আছে আমার কথা;
সময় হলে পাবে তুমি উচিত পানিশমেন্ট ৷