প্রত্যহ বিচরণ করি
        মৃত্যুর ছায়াপথ;
     কল্প মনে নিজেকেই
          দিই ধিক্কার
  করেছি কেবলই আস্বাদন,
   পেরেছি কি আজও দিতে
    নির্ভয়ে উজারি নিজ ধন।


      যত ভাবি ক্ষীণ লয়ে
      আর নয় বেঁচে থাকা
      ততই যেন সবিস্ময়ে
     নিজেকে আড়ালে ঢাকা।


      অবিরত খুঁজে ফিরি
             যে পথ,
     লুপ্ত সেও নাই বা ধরি
      কেবলই করি শপথ।