(পল্লী কবি)
জসীমউদ্দীনকে দেখতে যদি
তোমরা সবাই চাও,
ফরিদপুরের ডালিম তলায়
সেইখানেই তবে যাও।


বাড়ি খানা সবুজে ঘেরা
ছায়া সুনিবিড়,
কবিমনা মানুষগুলো সব
করছে সেথাই ভিড়।


বাড়ির পাশে কুমার নদী
দারুণ হাওয়া বয়,
কবির লেখা গল্প গানে
তাই যেন কথা কয়।


কি অপরূপ কবি স্মৃতি
ছুয়ে হলাম ধন্য,
সেদিন যারা সেথায় ছিলাম
আমরা অতি নগণ্য।


কাব্য প্রীতি বুকে লয়ে
ছুটে গেলাম তার সনে,
গোপন মনের ভাবনাগুলো
বলেছিলাম মনে মনে।


প্রাণের কবি পল্লী কবি
অমর তোমার নাম,
যুগে যুগে অক্ষুন্ন থাক
পল্লী মায়ের সম্মান।।


পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি ফরিদপুর ঘুরে দেখে এলাম।