তুমি শান্ত
তুমি স্নিগ্ধ
তুমিই নয়নাভিরাম
তোমার ছোঁয়ায় সুখের নিদ্রা
স্বর্গ নামে ধরায়।



তুমি কোমল
তুমি শীতল
তুমিই আনন্দ ধারা
অতি মধুর স্মৃতি পাতা যাও ভুলিয়ে
তন্দ্রা চোখে তোমার শ্রীমুখ যায় গুলিয়ে।



তুমি নির্বাক?
তুমি নির্যাস
তুমি অতন্দ্র প্রহরী,
অনেক আশা যাও জাগিয়ে সকল মানস পটে
দূর্বিসহ জীবনে মোদের যাহা কিছু ঘটে।



অলিক তুমি
ভ্রান্ত তুমি
শয়ন ভুবন বিচরন ভূমি৷
অরূপ রূপের দৃপ্ত আভায় তোমার তুলনা তুমি।