বৃষ্টি তুমি আর থেকোনা
করে মুখ গোমড়া,
তোমার আশায় বুক বেঁধেছি
উড়ছে প্রাণ ভোমরা।


বৃষ্টি তুমি অভিমানী
চৈত্র দুপুর রাতে,
বর্ষায় তুমি ছলাৎ ছলাৎ
রাত কিবা প্রভাতে।


বৃষ্টি আজ তোমার লাগি
ভিতর বাহির দহন,
তুমি এলে কাটবে দুখ
ভরবে হৃদয় মন।


বৃষ্টি তোমায় সবাই চায়
কৃষক নদী বাগান,
তোমায় পেলে এক ঝলকে
জুড়াবে তাদের পরাণ।


বৃষ্টি তুমি শান্ত করো
এই ধরনী তল,
শান্তি পাবে সব প্রাণীকুল
ভরবে নদীর জল।


এসো এসো বৃষ্টি সোনা
দাওনা একটু সুখ?
তোমার ছোঁয়ায় প্রাণ ফিরে পাক
সকল অশান্ত মুখ।