বিনিদ্র রজনী আজ
          নীরব পাখির গুঞ্জন ধ্বনি,
          থেকে থেকে সুদূর কানণে
        খেঁকশিয়লের কর্কশ আর্তনাদ
          কল্প মনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন।
                 আঁধো পূর্ণিমায়
         বিদায়ী চাঁদের কথোপকথন
             অজস্র তারায় খচিত
        সোনালী আলোয় উজ্জ্বল গগন ৷
    মনোগহীন পিঞ্জরে জাগে লাখো প্রশ্ন!
     এ কোন জগতে আমার আবাস?
             বিচিত্র এ ধরনী তলে
              বিচিত্র রঙ্গে রঞ্জিত
        কোটি কোটি মানবের উচ্ছাস ৷
       উত্তরের প্রত্যাশায় হতবিহব্বল।



বাছাইকৃত কবিতা