“মানুষতো নয় আস্তো গাধা”
— দিদিমনি রেগে ।
মাষ্টোমশাই গাঁট্টা দিলেন
— “ঘুমোশ নাকি জেগে” ।
আমি বললাম — “আকাশ দেখি,
হরেক রঙের মেলা।
নীলের উপর পেঁজা তুলোর
জিমন্যাস্টিক খেলা ।”
সে সব কথা বাচ্চা কালের;
ছয় কেলাসে ফেল ।
দশ কেলাসের গন্ডী যেন,
যাবৎ জীবন জেল।
এখন তো রোজ প্লেনে চড়ি,
আকাশ দেখি খুব ।
ছবি আঁকি মাস্টোমশাই,
দিদিমনির মুখ ।
সকাল হতেই দিল্লী গেলাম;
বোম্বে বিকেল বেলা;
পায়ে পায়ে মেঘ পেরিয়ে,
জিমনাস্টিক খেলা ।