“পারলে আমি যাবো” ---
নদীর ধারে বারেবারে ,
            ঢেউ খেলানো বালুর চরে;
স্রোতের  টানে ও কুল ভেঙে,
                    এ কুল খুঁজে পাবো ।


    “পারলে আমি যাবো” ---
দিব্যি কেটে বলছি তোকে,
                  দুষ্টু সময় বেঁধে রেখে;
জোছনা রাতে ঠান্ডা আলোয় ,
          শান্তি খুঁজে পাবো ।


        "পারলে আমি যাবো"--
শুনছো নাতো আমার কথা,
হিমেল হাওয়া শুকনো পাতা;
শুকিয়ে গেলে আগুন জ্বেলে,
             উষ্ণ পরশ পাবো।


     “পারলে আমি যাবো” -
রাঙিয়ে  আকাশ রাতের রানী,
         মিষ্টি কথা কানাকানি;
     চুপচুপিয়ে বলবো তোমায়,
       আজ সারা রাত জাগো ।


           “পারলে আমি যাবো"---
সময় কোথায় ? সময় হাসে,
  সুখ  মরে যায়  সময় ফাঁসে;  
যাওয়ার কথা রইলো তোলা,
            স্বপ্নে তোমায় পাবো ।