বাবা আমার পরান পাখি
                      বাবারে আমি কোথায় রাখি।

           বাবার সাথে করি আমি কত বাহা না
বাবা তোমার বুকের ভিতর থাকতে চাই হাজার বছর।

        রাখবে তুমি আমায় বাবা কত আদরে
   বাবার সাথে আমি যখন করি খেলা।

       বাবা বলে তোকে দেখাতে নিয়ে যাবো মেলা
             বাবা আমি দুজনেই খুশেতে করি মজা।

      ছোট্ট বেলায় আমি যখন করি কান্না
              বাবা হয়েছিল আমার জন্য মান্না।