মানুষ এমন কেনো?
সবাবকে অভাবে পরিণত করে
অহংকারের প্রাচুর্য গড়ে তোলে।
চারপাশে যা দেখে তা থেকেই পেতে চায় সম্মান!
নানান রংয়ে মেতে উঠতে চায়
কখনো লাল,কালো,সবুজ এবং হলুদ.।
আবার কখনো সাদা কালোর মাঝে হারিয়ে ফেলতে চায় নিজেদের!
আমি এসব মানুষদের ভালো করে বুঝতে পারি।
দেখতে পাই তাদের চোখে সার্থ ভেসে বেড়ায়
কিন্তু জেনেও না জানার অভিনয়ে নিজেকে দক্ষ অভিনেতা মনে করি!
কারণ, এদের আমি খুব ভয় পাই!
না না না ভয় না এরা সমাজের সম্মানিত ব্যক্তি
চাই না আমার কারণে তাদের মিথ্যে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে।
কর্মে যদিও মর্যাদা"বান না নামে তো তারা পরিপূর্ণ ব্যক্তি!
শুধু এদের লোভ কতো বড়ো তাই নিশ্চুপে দেখে যাই।
দেশে যদি কোনো দূবৃক্ষ চলে আসে সাধারণ মানুষেরা"ও চিনতে পারবে!
বুঝতে পারবে এরা কতো বড়ো ভয়ানক নির্লজ্জ
বেহায়া ছোটলোক প্রকৃতির স্বার্থবাদী নিম্ন শ্রেণীর ভদ্রলোক।
নিজেদের যখন কোনো কিছুর অভাব হয় ভাইকে বাপ ডাকতে দিধাবোদ করে না।
এরা এমন কেন?
এদের কে আপনারা মানুষ বলছেন
নাকি ক্ষমতায় বসে আছে অর্থ আছে যদি কিছু করে ফেলে!
এগুলোর ভয়ে আপনারা তাদের মানুষ বলছেন।
যারা কোনো মানুষকে সম্মান করতে জানে না
ভালো বাসতে পারে না।
শুধু নিজেদের অধিকারই ভালো বোঝে!
তারা কখনো মানুষ হতে পারে না।