আজ কোলাহল ব্যস্ততার মাঝে
বুঝি"না কখন উঁকি দেয় ফাল্গুন।
দুরন্ত শৈশবে কাঁদা মাখা হয় না;
স্মিত বাতাস পড়ন্ত বিকেলে।
ধুলা বালির গন্ধ শুঁকে অসুস্থ মনে
দিনের আলো শেষ হয়।
আমি আজ ক্লান্ত হাওয়ায় ঘুরে বেড়াই!
উড়ে বেড়াই উন্মুক্ত শব্দ দূশনের ভীরে।
শিমুল ফুলের রং হয়তো ভুলে গেছি!
হৃদয় থেকে খসে খসে পড়ছে
ফাগুনের গন্ধ!
মন উতলা হয়ে ঘুরছে
চেপে রাখে দুঃখ বসন্ত।