এই পথ যেখানেই পেতে দেবে নোঙর
সেখানেই আমার ঠিকানা, অতঃপর সেখান
থেকেই আবার শুরু হবে নতুন স্বপ্ন বোনা;
জালি লাউয়ের মাচা বেয়ে একদিন অংকুর
হবে ময়না, টিয়া; বসবে ফুল ও ফসলের
মেলা; রচিত হবে মেদহীন নতুন সভ্যতার
ছায়াপথ, পাখির কাকলিতে মুখরিত হবে
উজান গাঁয়ের মেঠোপথ, সবুজের রোদে
মাখামাখি হবে কবিতার মাঠ, পথ-ঘাট কথা
বলবে বসন্তের হাট!


তখন এই দুর্দিনে বসে লেখা আমার কবিতা
গুলো ফেরি হবে নিশ্চিন্তপুর; পক্তিতে পক্তিতে
মেতে উঠবে নিঝুমদ্বীপ, তখন এই কুক্ষণে
লেখা যতো সব দুর্বাসা মুনি তারা পালানোর
পথ পাবে না!!