আজ---------
কিছুতেই পিছু ছাড়ছে না কানামাছি বৃষ্টি
সমস্ত উঠোন জুড়ে দিগন্তরা নেমে এসেছে
অন্ধকারের সূচিপত্র, কিছুতেই বুঝতে
পারছিলাম না তিনকোনা পুকুর পাড় থেকে
জামতলা মোড়---- কতোদূর?
সঙ্গে কবি জাফর সাদেক, দোঁহারা আকাশ;
ঝুপঝাপ শব্দের মাতম; তবুও গ্রাহ্য করিনি
সময়ের কিতাবী হিসেব!


এমনি করে যদি বরষা হতো জাতীয় জীবন
স্বাধীনতার আক্ষরিক সংজ্ঞাটা বদলে যেতো
নির্ভীক রাস্তা মাপতে পারতো তিতলি নামের
মেয়েটি, একগাল হেসে তার সাথে লুটোপুটি
খেতো পথের ধুলো, হুড খোলা রিকশা!


তবে আজকের মতো প্রতিদিন বৃষ্টি আসুক!!