এবং ক্লান্তিতে বুজে আসছে পৃথিবীর চোখ
একটার পর একটা সিম্যুলেশন চলছে, কানেকটিবিটি
বাড়িয়ে দিয়েছে হৃদপিণ্ডের গতি, আমার এখন
ঠিক নেই মতি; উপরি আয়ে ক্ষতিপূরণ হয় না;
অতঃপর বাবুই পাখির পালে দেদারছে হাওয়া লাগে
বেশুমার চলে বাড়তি বাজারে হাজার কেনা
কেবল অপরিশোধিত থেকে যায় পিতৃদেনা!


এবং এখন শ্লোগান মুখর নয়নের জল, পল পল
করে জমাট বাঁধা অবাঞ্ছিত কাজল; কমরেড মানেই
এখন পুরাতন বসন্ত---
জনান্তিকে আমিও লিখে যাবো কবিতা অনন্ত!!


এবং কেউ জানে না
ধুতরার কাঁটা হতে চেয়ে চুতরার ফুল হয়েছি
আগাছা বাছতে বাছতে গাঁ উজাড় হয়েছে
এবং আমি যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি!!