একদিন আমি ভালোবাসতাম আকাশ
রাত পোহালেই সে আমার হতো, তখন
সারাদিন কী বিদঘুটে আঁধার; জনান্তিকে
তুমিও একদিন আমার পড়শি চাঁদ!


কোথাও কোনো নক্ষত্রের টিকিও নেই
সমস্ত সাম্রাজ্য জুড়ে শুক্লপক্ষের চাঁদ, তবুও
কেউ হাসে না কেন?আজ কি তবে পঞ্চমীর
রাত! ব্রহ্মপুত্রের বুকের উপর বসে আছেন
কবি, এপারে ঈশ্বর; ওপারে তাঁর ছবি!!