*আকাশে মেঘে ভরপুর
মেলেছে ডানা বিহঙের ঝাঁক,
নীলাম্বরীর মাঝে ক্ষুদ্র তারকা
দুলছে বিশলাকয় বট ছায়া।
*বটবৃক্ষের ছোট্ট পাতা শরীর এলিয়ে দেয়
নদীর বুকে
শিহরন জাগে নদীর কলতানে
শিহরন জাগে আমার মাঝেও
যখন দেখি তুমি ঘুরে বেরাও ফুলের কোন
রাজ্যে
মউ-পোকার মত আমার মন ছুটে বেড়ায় তোমার
পেছন
ঘুড়ে দেখবে কি!
নাকি প্রতিক্ষার রাজ্যে একা ফেলে চলে
যাবে
কোন দূর দেশে,,,,,,,,,,,,
*হুমম, আমি জানি, তুমি অধরা
তোমাকে দেখা যায়, তোমার হাসির শব্দ
শোনা
যায়,
কিন্তু তোমায় ছোয়া যায় না
*কারন তোমার-আমার মাঝে রয়েছে সচ্ছ
কাচের
দরজা
এ দরজা খোলা যায়না, এ দরজা ভাঙা যায়না
*আমি এপাশ থেকে তোমাকে দেখে শিউরে
উঠি
মাঝে মাঝে হাত এগিয়ে দেই তোমার দিকে
সামজিক কু-সৃংখলের আধারে আটকে যায়
আমার হাত
আমি কি হাত গুটিয়ে নেব!
*নাকি প্রতিক্ষার তিরে বসে বসে সন্ধে
বেলায়
প্রহর গুনব?
কত সূর্য জলবে আর নিভবে!
কত ফুল ফুটবে আর ঝরে পড়বে!
*তবুও তোমাকে ছোয়া যাবেনা
আমার ইচ্ছা গুলো হারিয়ে যাবে ওই মুক্ত
বিহঙের
ঝাকের মাঝে
★তোমার বাগান থেকেই আবার ইচ্ছে
কুড়োতে
হবে।