আমি এক আজব শহর দেখেছি,
শহরের পথে আজব সব মানুষ দেখেছি,
মানুষের চোখে স্বপ্ন আঁকা দুনিয়া দেখেছি।
সে স্বপ্নরা আজ যানজট বেঁধে
প্রতিনিয়ত হর্ন বাজাচ্ছে,
যে হর্ন বেওয়ারিশ লাশ হয়ে
পড়ে আছে মেডিক্যালের মর্গে।
আমি এক আজব শহর দেখেছি,
শহরের রাজপথে ইট পাঁথরে তৈরি
উঁচু উঁচু স্বার্থপরের দালান দেখেছি।
সে কত হাহাকার!
প্রতিনিয়ত চিৎকার করে চলেছে,
হায় বাস্তবতা যেন বন্দী হয়ে পড়েছে
স্বার্থপরতার চার দেয়ালে।
আমি এক আজব শহর দেখেছি,
শহরের দেয়ালে দেয়ালে লেখা বিপ্লব,
স্লোগানে স্লোগানে সংগ্রামী চেতনা,
মিছিলে মিছিলে খুঁজছে তাদের অধিকার,
কিন্তু কোথায় সে বিপ্লবী কোথায়?
কত ইতিহাস মিশে আছে
সে শহরের মাটিতে,
বিপ্লবী যেন চাপা পড়ে গেছে
ওই শহরের মাটিতে।