তুমি নও স্বপ্নে দেখা রাজকন্যা
তুমি আমার বর্তমান, ভবিষ্যৎ
কল্পসম্ভব অনন্যা।
তোমার শুভ্র প্রেমে আছে মিষ্টি গন্ধ।
তোমার প্রেমের আকুলতায়
আজ আমি হয়েছি অন্ধ।


হে অচিন সারথি,
তোমার আঙুলের স্পর্শ পাবার আশায়
আমি কৃষ্ণ হয়ে বাঁশি হাতে
বসে রবো পূর্ণিমা-অমাবস্যা রাতে।
প্রিয়তমা, বিষাদ দেখতে চাই না আমি।
আমি যা চাই, তোমার ঠোঁটের আলোক হাসি।


কোথাও যেন পড়েছি,
জীবন এক মায়ানদীর ক্ষণিকের খেলা
মৃত্যুর ছায়াঘেরা বিষন্ন এক বটতলে বৈশাখী মেলা।
এই বিশ্বাস-অবিশ্বাসের খেলাঘরে
তুমি-আমি ঘর সাজাবো পাখিদের সাথে।


যতদুর যাওয়া যায়
তারও অধিক যাবো আমি
ঘুমন্ত পালক সরিয়ে
চল উড়াই সংসার ঘুড়ি।