মোমবাতি নিভিয়ে দিয়েছি-
ঘরে প্রবেশ করেছে গাঢ় অন্ধকার।
জানালার পাশে থাকা চেয়ারের উপর
নিজেকে নিশ্চল রেখেছি। আমি ধীরেধীরে
প্রবেশ করছি কল্পনায়।
একটা শান্ত কল্পনা, কোনো এক
অস্তিত্বের প্রবেশ।
এক নারীর অস্তিত্ব-তাকে কখনো চোখে দেখিনি।
সে আমাকে স্পর্শ করছে। আমার পাশে
দাঁড়িয়ে আছে।
শান্ত ভঙ্গীতে আমাকে দেখছে।
আমার বুকের উপর পড়ে থাকা বইটা সরিয়ে নিয়েছে।
মাথার উপর নরম হাতের স্পর্শ অনুভব করছি
কল্পনা ধীর হচ্ছে, ধোঁয়াটে হয়ে আসছে।
আবার চোখ মেলেছি, এ-যে ভোর!