ভোর এলেই রোজ সাজে সব
বাগান সাজে পুষ্পে
আকাশ সাজে  সূর্যালোকে
বাতাশ সাজে বাষ্পে।

মৃত্তিকা রোজ শষ্পে সাজে
নিত্যনতুন ছন্দে
বৃক্ষডালে পাখির নৃত্য
বিহান বেলার নন্দে।

কুজ্ঝটিকা শীতকে সাজায়
পাতায় পাতায় বরষে
ফুল ফসলের ক্ষেত্র সাজায়
তিলের ফুল আর সরষে।

ধুলিমাখা শহর সাজে
নির্মলতা লেপে
ফজর হলে মসজিদ সাজে
নামাজীদের রূপে।