নতুন কুড়িগুলোর অঙ্গজুড়ে কতো ছন্দ, কতো গন্ধ - আনন্দ
          উজ্জ্বল সজীবতার ছড়াছড়ি
বেলা চোখেমুখে মুগ্ধতা নিয়ে বলে, দ্যাখো দ্যাখো  কত্ত সবুজ
জানো, আমার না সবুজ অন্নেএএক ভালোলাগে।
সময়কে ততক্ষণে গ্রাস করে নিয়েছে প্রাক্তন এক বিকেল
        'হারিয়ে ফেলা হৈমন্তীর স্মৃতি'
তবুও সে খসে পড়া পাতাদের মাড়িয়ে যেতে যেতে বেলাকে সঙ্গ দেয়;
বুকে জড়িয়ে ধরে আর
মনে মনে বলে, 'তুই'ই তো এখন জীবন।'


২৫.০৪.১৯, বিকেল।