নমষ্কার! ভ্যালা আছেন নি? বাবু
কালিমদ্দির কথার জবাব শরৎ বাবুর
অন্তঃদেশেই থেকে গেলো; বাবু হাটছেন,
বাতাসে ধূলি উড়ছে....
নির্বাক কালিমদ্দির অন্তঃদৃষ্টি
          উত্তরে,
আরো উত্তরে--
এইতো শরৎ বাবুর নতুন বাড়ি;
ইট কংক্রিটের দেওয়ালে মোড়ানো,
শেওলা ধরা প্রাচীর।
সম্মুখে প্রাচীন পাহাড়িয়া পাথরে
বাধাই করা বিস্তর ঘাট, পৃষ্ঠদেশে মন্দির।
এককালে ঐ ঘাটেই রোজকার স্মান
সেরে মন্দিরে পূজু দিতেন কামিনী ঘোষ।
কালিমদ্দির পূর্বপুরুষ;
সময়ের বিবর্তনে রতন ঘোষ নেই,
মিথুন ঘোষ নেই, নেই বাড়ি, গাড়ি,
টাকাকড়ি কিছুই!
ইদানীং জাতের সেই সম্ভাষণটিও
বিলুপ্ত প্রায়! কেউ কেউ ঠাট্টা করে; বলে--
কালিমদ্দির পেছনে 'ঘোষ' নাকি বেমানান!

১৯ এপ্রিল ২০১৬....