নির্জন নিশিতে যখন পৃথিবীর সব কোলাহল থেমে যায়;
তখন তোমার প্রতিটি স্মৃতি হয়ে ওঠে-
      একেকটি কয়লাটুকরা, আর
              অস্তিমান সময় 'দিয়াশলাই!
রাতভর ব্যর্থতার অনলে জ্বলে- আমার ভেতরবাড়ি-
     ছাই উড়ে। বেলা বাড়ে....
চোখের কোণে নোনাজল জমতে জমতে রচে কাব্য।
ইদানীং রাতজেগে কাব্য লিখি--
     'ঘুমহীন রাতের এলোমেলো কাব্য'


০৮ এপ্রিল, ১৬।