ব্যাচেলার অনূঢ়া ছেলেটী নাকি— নির্মাতা হতে চায়; আদর্শ ফিল্ম নির্মাতা।
শুনে,কৌতুকী দৃষ্টিতে তাকালুম-  
ছেলেটি বসে আছে। তার ভাবুক দু'চোখ দক্ষিণের দেয়ালে-
নিয়নবাতির চতুস্তলে—
একটি সফেদ টিকটিকি, কয়েটি ক্ষুদ্র বনো পতঙ্গ..
             ব্যস্ত
সবাই ব্যস্ত: দর্শক,ভাবুক,খাদক..
ব্যস্ত আমিও! মস্তিষ্কে ভাবনার বুদবুদ--


লক্ষণীয়:
            আমার দৃষ্টি ছেলেটির দিকে-
             ছেলেটির দৃষ্টি দেয়ালে-
             টিকটিকির দৃষ্টি পতঙ্গগুলো উপর-
            আর পতঙ্গগুলো দৃষ্টি আলোতে—
বস্তুতঃ নশ্বর পৃথিবীর সবাই স্ব-স্ব ভাবনায় ব্যস্ত।


রচনাকালঃ
১৩ মে ১৬, সন্ধ্যা...


(সম্পাদিত)