নীলপদ্ম,
তুমি কি সুন্দর! ফুটে আছো-
জলকণা বুকে নিয়ে, ঝুম বারিষে
কতো শুভ্রতা, কতো সতেজতা
তোমার অঙ্গে।
     যেন হেসে হেসে কুটিকুটি হচ্ছো
পরমানন্দে ঝুম বারিষে।
দ্যাখলে কেউই বুঝবেনা অথবা
কখনো জানবেও না তোমার
ভিতরের কষ্ট কিংবা নীল হওয়ার
পেছনের গল্প।


নীলপদ্ম, জানো তোমায় দ্যাখলে
আমার চোখে ভাসে-
    হাসির আড়ালে কান্নারত একটি
বিবর্ণ নীলমুখ; আর বৃষ্টির সুরে মিশ্রিত
শব্দহীন বোবাকান্না।
তোমায় দ্যাখলে মনে পড়ে-
   কোনো এক চতুর্দশীর নীল হওয়ার
নৃশংস ইতিহাস!!