আমি প্রতিদিনই পৃথিবীর সাথে মানিয়ে বেঁচে থাকা শিখি,  
এই যেমন: একটু আগে এক ভদ্রলোক নতুন করে সত্য বলা শিখালেন!
শিখালেন কিভাবে নিজেকে সত্যবাদী প্রমাণ করতে হয়।
আমি মনোযোগ সহকারে শিখলাম।
কেননা আমাদের সমাজ-
সত্যবাদীর চাইতে নিজেকে সত্যবাদী প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকেই বেশি পছন্দ করে।
নির্দোষীর চাইতে প্রাধান্য দেয় নিজেকে নির্দোষ প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে।  
আমি বেঁচে থাকার তাগিদে-
প্রতিদিন নতুন করে মিথ্যে বলা শিখি, প্রতারণা করা শিখি, শিখি      সমাজস্বীকৃত মানুষ হওয়ার নতুন নতুন কলাকৌশল!  
এবং বেঁচে থাকি।