নিবিড় চাষে,  কতকণ্ঠের কত কত তিতা গিলে রোজ নির্বিঘ্নে
তুমুল তর্কেও খুঁজে অন্ত্যমিলের সুর।


অসুর দ্বিষৎ যদি ভেবে বসে বিশদ ফতে
জমে না কভু মেঘ সেই মায়া ভরা মুখে
আহা মুখ!
প্রাণবন্ত রুদ্দুরের এক মায়ামি অম্বর
যেনো উড়ছে প্রজাপতি অষ্টপ্রহর।
আহা মুখ!
যেনো অতন্দ্রি  রজনীগন্ধার বিমুগ্ধ ছায়াচিত্র এক



নোলক
______


রজনীগন্ধার চোখেরগোলকে বসে থাকা চাতক মেঘেরডাকে ডানা মেলে
উড়তে গিয়েও আর উড়ে না


তাঁর নাকের নোলকে সদা জেগে থাকে এক ধ্যানের নোঙর


নোঙরে বসে থাকে ঘাতক মায়ার মেঘ


_________
০৯ মে, ২০২০