দেখেছিস, মরতে মরতে কি ঝকমক করে জ্বলে উঠলো
     তিন তারার মাঝখানের ঐ বড়সড় তাঁরাটি?
কই?! বিকেলের বাউণ্ডুলে মাতাল বাতাসের ছলে-বলে
স্বজনহারা নজগজে পায়রা'টার ডানা ঝাপটানো ও তো শুনছি না এখন আর।


অলৌকিক কেরামতিতে মরছে আলো
লৌকিক প্রয়োজনে জ্বলছে ল্যাম্পপোস্ট


আর জীবন পুড়ছে মধ্যখানে: আলো - আধারে।


(মধ্যরাতের প্রলাপ)