আজ দুর দেশে বসিয়া
বড়ই মনে পড়ছে তোমার কথা।
আজ বড়ই কষ্ট হচ্ছে তোমার কথা ভাবিয়া।
আজ নিজেকে বড়ই অপরাধী মনে হচ্ছে,
কেননা তোমাকে আজ রেখে এসেছি
ওই সব ভুমি খেকো নর পশুদের হাতে।
যারা তোমাকে তীলে তীলে ধ্বংস করছে,
কেড়ে নিচ্ছে তোমার প্রান।
ছোটবেলায় শুনেছি দাদার কাছে,
তুমি ছিলে সুবিশাল।
আজ তুমি ওদের হাতে পড়ে
পরিনত হয়েছো, নাম হয়েছে খাল।
তোমায় ভরাট করে গড়ছে
যারা জমি,
তৈরি করছে অট্টালিকা।
মনে রেখ থাকবে না তাঁদের ওই অট্টালিকা
থাকবে না ক্ষমতা বলে দখল করা জমি।
একদিন সব ধ্বংস করবে সামান্য পিঁপিলিকা।