বঞ্চিত শিশু
- আশফাক জুনেদ
রাস্তা পার হতে আমার
দেখা হয় তাঁর সাথে
বাসি রুটি হাতে নিয়ে
খাচ্ছে বসে ফুটফাতে।
তাঁকে দেখে বল্লাম আমি
কেমন আছিস ভাই?
আমায় দেখে কান্না ছেড়ে
বল্ল খাবার চাই।
নিলাম তাঁকে পাশের
একটা ছোট্ট রেস্তোরাঁয়।
যেইখানেতে খাওয়ার
ফাকে গল্প করা যায়।
খেতে খেতে জানতে
পারলাম তার ইতি কথা।
ছোট্ট বেলায় চলে গেছে
ত্যাগ করে তার মাতা।
বাবার কাছে ক'দিন ছিল
মনিপুরের বস্তিতে।
বেশ আরামে, সুখের সাথে
যাচ্ছিল দিন স্বস্তিতে।
একদিন এল বাবার সাথে
একটা রঙিন মেয়ে,
বাবা বুঝি এই মেয়েকে
করেছে বিয়ে।
ঘায়ে তার বেনারসি,
মুখে ঘোমটা।
আমায় দেখে প্রকাশ পায়
তার মুখের রাগটা।
মিষ্টি সুরে বাবাকে বলে
এবুঝি তোমার ছেলে
বাবার কথার উত্তর পেয়ে
আমায় সে বলে।
এই ছেলে শোন যে বলি
কালকে যাবে চলে।
আমার সংসারে নট এলাও
আমার সতিনের ছেলে।
সেই থেকে আজ থাকি আমি,
রাস্তার ফুটফাতে।
অন্ন  বস্র খুঁজতে খুঁজতে
ঘুমাই শেষ রাতে।