কুহু কুহু শব্দের মধুর বজনে এখানে আর কারও ঘুম ভাঙে না। পাশের বাড়ির ঘরের কোনে যে আম গাছটি ছিলো তাও এখন নেই, কেটে রুম বৃদ্ধি করা হয়েছে। টাকার নেশায় মগ্নচৈতন্য মানুষ প্রাকৃতিকে বিনষ্ট করছে।এখন আর বড় বড় বৃক্ষরাজি দেখতে পাওয়া যায় না। সবই বিরল। একদল কোকিল নিত্য ভোরে এসে একে একে গ্রামের প্রতিটি বৃক্ষের মগডালে বসে যে কুহু কুহু গান গাইত। তারাও এখন আসে না,অভিমান করে বোধয় দুরে কোথাও চলে গেছে। তাই  এখানে আর তাদের মধুর সুরের গান শুনে কারও ঘুম ভাঙে না।