বিশ্বকর্মা পুজোর দিনে
হত ঘুড়ি খেলা,
আত্বীয় স্বজন সব্বাই মিলে
আসত বিকেল বেলা।
সবার হাতে থাকত ঘুড়ি
উড়ত আকাশে,
সুতার টানে অনেক উপর
তুলতো বাতাসে।
কার ঘুড়ি কে কাটে
হত কম্পিটিশন,
পাশের জনকে হারিয়ে দেওয়া
থাকতো সবার মিশন।