অক্টোবরের ছাব্বিশ তারিখ
চলে গেছেন যিনি,
তিনি হলে আমার
প্রিয় মা জননী।
খোদার ডাকে সাড়া দিয়ে
গেছেন চলে ওপারে
ফিরে তিনি আসবে না আর
এ ধরনীর তীরে।
আর কোনদিন রেগে গিয়ে
বলবে না যে কেউ,
বের হয়ে যা বাড়ি থেকে
আমি নই তর কেউ।
আর কোনদিন ডাকবে না যে
ও বাবা তুই কই।
তাড়াতাড়ি বাড়ি ফিরিস
ভীষন চিন্তায় রই।
ভাতের তালা হাতে নিয়ে
খাইয়ে দিবে কে,
খোদার ডাকে সাড়া দিয়ে
চলে গেছে যে সে।
মাতৃবিয়োগ ভীষন কষ্টের
তবু মানতে হয়।
এ ধরনীর সবাই যাবে
কেউই স্থায়ি নয়।
নামাজ পড়ে খোদার তরে
একটাই মোদের চাওয়া
জান্নাত যেন নসিব হয়
এটাই করি দোয়া।