ত্রিশ লক্ষ জীবন গেলো,
স্বাধীন করতে দেশটাকে
মা বোনের ইজ্জত গেলো,
রক্ষা করতে দেশ মাকে।
কত মা হাসি মুখে
যুদ্ধে দিলো সন্তানকে,
স্বাধীন দেশে নিশ্বাষ নিতে
স্ত্রী দিলো স্বামিকে।
নয়টি মাস যুদ্ধ হলো,
পাক সেনাদের বিরুদ্ধে,
কৃষক,শ্রমিক, ছাত্র, শিক্ষক
গেলো সবাই যুদ্ধে।
তারপরে এলো বিজয়,
রক্ত নদী বয়ে,
উল্লাসে জাতি পড়লো ফেটে
বীর বাঙালির জয়ে।