//আজ বিচিত্র, থাকবেও কাল//


বিচিত্র এই ভূবন জড়িয়ে
অজানার সমারোহ
যা যা জেনে গেছি, ঠিক যে কতটা
হিসেব ভীষণ দুরুহ।


এ দেশ ও দেশ, শত শত দেশ
মানুষের সমাবেশ
সবাই কী আর আছে সন্ধানে!
তা তো নয় সন্দেশ।


ভূবনের বুকে সাধারণ ভাবে
যা যা দেখি সম্মুখে
প্রাণ আগমণ, প্রাণ নিগমণ
থাকছে না কেউ টিকে।


প্রায় একই জ্ঞানে সমৃদ্ধ সবাই
যা যা খোঁজ করে পেয়েছি
আমরা সবাই এই খোঁজে নেই
থাকে কতিপয়, জেনেছি।


অনুসন্ধানে মানুষের চোখ
তার সাথে আছে মন
শুধু কী ভূবন, তার বাইরেও
করছে সদা গমণ।


কেবল ভূবন বিচিত্র নয়
বিচিত্র ব্রহ্মাণ্ড
কতটুকু জানি ব্রহ্মাণ্ডের
মাত্রাহীন এক কাণ্ড।


ভূবনের জ্ঞানে সজ্জিত হয়ে
দিই কী চোখেই ধূল্!
হয়ে কী যায় না, কোনো কোনো জ্ঞান
সময় পেরিয়ে ভুল!


এই কী কারণ, ভূবন বিচিত্র
আমার ধারণা তাই
জনতার রায় হবে কী ভিন্ন!
জবাব জানতে চাই।


বিচিত্র আজ, আগেও থাকবে
ভূবনের এই ধারা
ভূবনের ধারা স্বাতন্ত্র্যসূচক
দিতেই থাকবে নাড়া।


সুবীর সেনগুপ্ত