আকাশের নীড় কত যে গভীর
সেথায় গড়েছে তারারা শিবির
কত গ্রহ কত চন্দ্রের মেলা
বিরাজ করছে, নয় অস্থির|


আকাশের নীড়ে আছে কি শব্দ!
হয়ত বা আছে, যেই কলতান
প্রাণ নেই, নেই বিরহ বিষাদ
শুরু নেই, তাই নেই অবসান|


এ নীড়ে কখনো হয় কি প্রভাত!
ঘুরে ফিরে আসে নাকি সঞ্জাত!
আসে না, তবুও এ নীড়েই কালো
গড়েও তুলেছে বিকশিত ছাদ|


কল্পনা যায় ধেয়ে এই নীড়ে
অসার চেতনা খেলা করে ধীরে
এই নীড় সাজে চেতনার মাঝে
এই সাজ দেয় আনন্দ শিরে|


আকাশের নীড় পৃথিবীর ছাদ
সীমানাবিহীন, আছে কি নিনাদ!
চিন্তাধারায় ধ্যান বিবেচনা
পাচ্ছি কি কোনো স্বাদ বিস্বাদ!


আকাশের নীড় এতই বিশাল
মাপতে চাইলে পাই না যে হাল
সৃষ্টি হয়েছে মানতেই হবে
বেশী ভাবলেই সব মায়াজাল|


পাড়ি তো দিয়েছি আকাশের নীড়ে
পৌঁছে কি যাই তারাদের ভীড়ে!
তারাদের ভীড় দেখি দূর থেকে
শুয়ে একলাই আমার কুটীরে|