বলেছ যেমন, তেমন করেছি
অনেক আলোতে আঁধার ভরেছি
আঁধার কেবল মুচকি হেসেছে
কেন যে হেসেছে, সেটাই ভাবছি।

আলো জ্বেলে জ্বেলে আঁধার যায় না
আলো নিভিয়েও আঁধার আসে না
আঁধার সরাতে, আঁধার আনতে
মন ছাড়া কিছু সফল হয় না।

আলো তো জ্বালি না আঁধার সরাতে
আলো ছাড়া কোনো কাজ যে হয় না
চাই না তো আলো, হলে কাজহীন
আঁধারেই হয়ে যাই যে বিলীন।

আলোর অভাবে কোথায় ভুগছি!
না করে কষ্ট, আলো পেয়ে গেছি
সকলে পেয়েছি সমান সমান
বেশী কম নয়, হবে না জেনেছি।

পার্থিব আলো জ্বালাতে হয় না
এই শক্তির হয় না তুলনা
তীব্র আলোতে দিন কাটিয়েও
এই মনে আলো ঢোকাতে পারি না।

মনে আলো জ্বলে, সে তো দিনে নয়
শুভ চিন্তাতে রাতের বেলায়
সে আলো জ্বালাতে সক্ষম হলে
প্রার্থিব আলো কাজে লেগে যায়।

ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়ে
আলোর বন্যা যায় না গড়িয়ে
কাজ হয়ে যায়, খুশী থাকে মন
শরীরে তপন যায় যে ছড়িয়ে।

মনটাকে করে নিলে আলোকিত
আলোর অভাব হবে না নিত্য
এক প্রদীপের আলোই রাখবে
করে প্রসন্ন সকল চিত্ত।