//আর না যুক্তিবিহীন উক্তি//


আর না, আর না, আর না, উক্তি
এখন চাওয়ায় শুধুই যুক্তি
যুক্তি না দিলে, শুনে কী যে হবে!
শুনলে শুধুই পাব বিরক্তি|


যুক্তি গড়তে লাগে না পয়সা
লাগে না উক্তি গড়তে
তবু কেন শুধু উক্তি গড়ব!
যুক্তিকে রেখে গর্তে!


বহু বহু বহু উক্তি দিয়েই
চলছে সমাজ ভূবনে
বহু বহু বহু যুক্তি কী নেই!
তাও এসে যায় সামনে|


যুক্তি বিচারে যুক্তি কলহে
যুক্তি হিসেবে জুড়েছে
যুক্তিবিহীন বাদ ও বিবাদ
অকালে হারিয়ে যাচ্ছে|


শুধুই তর্কে যুক্তি তো নয়
যুক্তি প্রতিটি ক্ষেত্রে
এত এত পরিকল্পনা গড়ি  
যুক্তিকে ধরে সূত্রে|


মানুষ হয়েছি, কেন নয় গাধা!
এতে কী আছেই যুক্তি!
নিশ্চয়ই আছে, যদিও অজানা
যুক্তি দিয়েই মুক্তি|


আমার যুক্তি তোমার যুক্তি
সমানতা পায় না
একটি যুক্তি থাকবে অন্তে
মানতে হবেই, তাই না|


যুক্তির সাথে হবে না চুক্তি
কেউ যদি চায় করতে
যুক্তির দাম কমে তো যাবেই
শেষে হবে পস্তাতে|


পা ফেলে ফেলে চলছি জীবনে
যুক্তি কী দূরে থাকছে!
যুক্তিকে দূরে রেখে দিই যদি
বিষাদ জড়িয়ে ধরছে|


সকলের হোক অনেক উক্তি
উক্তিতে নেই ক্ষতি
যুক্তিবিহীন উক্তির ধারা
হারিয়ে ফেলবে গতি|


যুক্তিকে ভালবাসতেই হবে
নইলে সর্বনাশ
সফল হবে না কোনো উদ্দেশ্য
হব তর্কের দাস|

সুবীর সেনগুপ্ত