সুখ যে ভালো সন্দেহ নেই
দুঃখটা তো মন্দ নয়
চলতে পারলে দুঃখ বুঝে
সুখ এসে যায় দোর গোড়ায়|


দুঃখের মাঝে গভীর ভাবনা
সুখে শুধু পাই আরাম  
সুখে সময় হারিয়ে যায়
সময় দুঃখে দেয় বিরাম|


দুঃখের হাসি হলেও অল্প
ছোট্ট সাধের ফুল ফোটে
সেই ফোটা ফুল খুশীর প্রতীক
এমন খুশী নেই নোটে|


কে ভাবে না সুখকে পাবো!
দুখকে পাওয়ার নেই আশা
কেউ ভাবেনা সুখের কেন্দ্র
অস্থায়ী ভিত দিয়ে ঠাসা|


কেন পাগল সুখের জন্য!
দুখেই বাজাও দলমাদল
সেই নিনাদেই খুঁজে পাবে
আসল খুশী অচঞ্চল|


সুখের আমি সুখের তুমি
আড়ালে সুখ মারছে ঢিল
সুখ পরিমান বৃদ্ধি হলেই
মন হয়ে যায় অন্ধ চিল


দুখ আর সুখ ভিন্ন হলেও
একটু কি মিল কোথাও নেই!
আছেই আছে, খুঁজেই দ্যাখো
এই মিলেই যে সুখের ঠাঁই|